একটাই জীবন কবিতা- কবি ইমরান কায়েসএকটাই জীবন কবিতা-ইমরান কায়েস

একটাই জীবন- ইমরান কায়েস

 

একটা জীবন বুঝলেন তো একটাই জীবন

একদিন সকাল বেলা জানালাটা খুলে দেখবেন

বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরলো।

 

দুদিন আগে দেখা মেহেগনী চারাটি

কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে,

তাকে কাটতে লোক এসেছে বাড়িতে!

 

পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল

বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই।

 

সারাবেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা

তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন।

সদ্য গোপছাটা লাজুক ছেলেটা

ঘর ছাড়লো পাড়া ছাড়লো

ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলোই না কোনোদিন।

 

বাবা হাতের দিকে তাকিয়ে একদিন

চমকে উঠলেন এত বয়সের ছাপ ?

এত কুঞ্চিত চামড়ার দল? কবে জমলো এসব?

 

এইতো সেদিন রাগি মানুষটা

অফিস থেকে ঘরে ফিরবে বলে

সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা

সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত।

 

কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায়

এভাবেই নরম মমের মতন গলে যায় দিন

একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই

নেই দ্বিতীয় যাপন নেই আর কোন সুযোগ!

 

দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক

দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায়

কাঞ্চন চঙ্খায় রাখুন চোখ

একটা নরম কাঁথা গায়ে জড়ান।

 

সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি

হয়ে ভাবুন এক অলৌকিক  অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি।

হৃদয় প্রসারি ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়

একটা জীবন বুঝলেন তো একটাই জীবন ।