বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে এবার বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ ( Trainee Recruit Constable -TRC) নিয়োগের জন্য ৩,৬০০টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। থাকছে দেশের ৬৪ জেলা থেকে প্রার্থীদের অনলাইনে আবেদনের সুয়োগ। ৩৬০০ জনের মধ্যে পুরুষ ৩০৬০ জন এবং নারী ৫৪০ জন নিয়োগ পাবেন। অনলাইনের মাধ্যমে ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে আগামী ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও বয়স :
আগ্রহী প্রার্থীর ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ- 2.50 থাকতে হবে। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখের সাপেক্ষে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাক প্রাপ্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।
প্রার্থীর শারীরিক যোগ্যতা :
সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
সাধারণ ও অন্যান্য কোটার নারী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
পুরুষ প্রার্থীর সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে।
আবেদনের প্রক্রিয়া :
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ পুলিশের নির্ধারিত সাইটে অনলাইনে আবেদন করতে হবে। Apply এই লিংকে প্রবেশ করে অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি ও বিস্তারিত তথ্য দেখার জন্য এ লিংকে ক্লিক করুন। Circular
আবেদন ফি কীভাবে জমা দিবেন ?
অনলাইন আবেদন ফরম পূরণ করে সাবমিট করলে প্রার্থীরা ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা ফি হিসেবে জমা দিতে হবে।
সাত ধাপে প্রার্থী নির্বাচন করা হবে –
১। প্রিলিমিনারি স্ক্রিনিং :
প্রথমে নির্ধারিত নিয়োগবিধি অনুযায়ী প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে অন্যান্য ধাপের জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষায় অংশগ্রহনের জন্য মোবাইল ফোনের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীরা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে পরবর্তী পরীক্ষা যেমন- শারীরিক মাপ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
২। শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই :
শুধুমাত্র প্রিলিমিনারি স্ক্রিনিং ধাপে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হতে হবে।
৩। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ :
শুধুমাত্র শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে লিখিত পরীক্ষার ফি বাবদ ১২০ টাকা প্রেরণ করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ করতে হবে।
৪। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ :
শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫। প্রাথমিকভাবে নির্বাচন :
প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্যপদ ও সরকারি বিধিমোতাবেক কোটাপদ্ধতি অনুসরণ করে যেসকল প্রার্থী লিখিত পরীক্ষায়, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র সেসকল প্রার্থীদের তাদের প্রাপ্ত নম্বরের মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।
৬। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন :
প্রাথমিকভাবে নির্বাচিত পুলিশ কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে। পুলিশ ইনভেস্টিগেশনের জন্য প্রার্থীদের ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে। পুলিশ ফেরিফিকেশন সন্তোষজনক হলে প্রার্থীকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে না।
৭। চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভূক্তকরণ :
প্রশিক্ষণের জন্য মনোনীত প্রার্থীরা প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর তাঁদের শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্য আবার যাচাই করবে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি দল বা বাছাই কমিটি। তারপর নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ট্রেইনি রিক্রইট কনস্টেবল হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
নিয়োগ ও চাকরির সুযোগ-সুবিধা :
প্রার্থীদের প্রশিক্ষণ শেষে ১৭ তম গ্রেডে (৯০০০-২১৮০০ টাকা) বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রাপ্তরা ২ বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন। দুইবছর পর চাকরি স্থায়ীকরণ করা হবে। নিয়োগপ্রাপ্তরা বিনামূল্যে পোশাকসামগ্রী, ঝুঁকিভাতা, চিকিৎসাসুবিধা এবং পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য সরকারি বিধি অনুযায়ী রেশনসামগ্রী স্বল্পমূল্যে প্রাপ্য হবেন। পরবর্তীতে উচ্চতর পদে পদোন্নতীসহ থাকবে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।
জেলাভিত্তিক পদের সংখ্যা :
ট্রেইনি রিক্রিইট কনস্টেবল (টিআরসি) পদের জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান দেখার জন্য ক্লিক করুন। Number Of Post
আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৪, রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।
সূত্র : প্রথমআলো পত্রিকা (২১-০১-২০২৪)