বিজয় দিবসের শিক্ষকের সংক্ষিপ্ত বক্তব্য:
আসসালামু আলাইকুম,
বিজয় মানে সত্যের জয়
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়,
অন্ধকার ভেদ করে আসে আলো
দূরীভূত হয় শোষণ আর সব কালো।
বিজয় মানে মাথা উঁচু করে
নিজের মতো বাঁচার অধিকার,
রক্তে কেনা স্বাধীনতায়
দেশ গড়ার অঙ্গীকার।
চট্টগ্রাম শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত মহান ‘বিজয় দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ, স্নেহের সকল শিক্ষার্থী ও উপস্থিত স্রোতাবৃন্দ সবাইকে জানাই বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।
সম্মানিত সুধি,
আজকের এই বিজয়ের দিনে আমরা শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করছি না, বরং নিজেদের দায়িত্বের কথাও নতুন করে ভাবছি। ১৯৭১ সালের বিজয় আমাদের শিখিয়েছে—স্বাধীনতা সহজে আসে না, এটি আসে ত্যাগ, সৎ সাহস ও ঐক্যের মাধ্যমে।
বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতার মূল শক্তি ছিল সচেতন মানুষ। আর সেই সচেতন মানুষ গড়ে তোলার দায়িত্ব আমাদের—শিক্ষকদের। শ্রেণিকক্ষে আমরা শুধু পাঠ্যবই পড়াই না, আমরা মূল্যবোধ শেখাই, সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস শেখাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তৈরি করি।
আজ আমাদের করণীয় হলো—
শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা,
নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেওয়া,
শুধু ভালো পরীক্ষার্থী নয়, ভালো মানুষ তৈরি করা।
আমাদের কথায়, কাজে ও আচরণে যেন মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন থাকে। প্রযুক্তি, জ্ঞান ও আধুনিকতার সঙ্গে সঙ্গে যদি আমরা দায়িত্ববোধ ও সততার শিক্ষা দিতে পারি, তবেই আমাদের শিক্ষা সার্থক হবে।
আসুন, বিজয় দিবসে আমরা এই অঙ্গীকার করি—নিজ নিজ অবস্থান থেকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।
গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শেষ করছি।
ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।
-খোরশেদ আলম
চট্টগ্রাম, বাংলাদেশ।