অনলাইন জগৎ থেকে আমরা প্রতিনিয়ত অনেক ধরনের ভুল তথ্য পেয়ে থাকি। ভুল তথ্য যাচাই করার জন্য বর্তমান সময়ে আমরা অনেক ধরনের টুলস বা প্রযুক্তি ব্যবহার করতে পারি।
একটি ছবিকে বিভিন্ন উপায়ে ভুল ছবিতে রূপান্তর করা যায়। যেমন- ছবির ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে দিয়ে, ছবির তারিখ পরিবর্তন করে দিয়ে, ছবির ভেতরের কোন লিখা, সাইনবোর্ড, ঠিকানা এগুলো ছবি সম্পাদনার কোন গ্রাফিক্স সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দিয়ে, ছবির মধ্যে কোন ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য একজন ব্যক্তির মুখের ছবি বসিয়ে দিয়ে একটি ছবিকে ভুলভাবে উপস্থাপন করা যায়।
ছবির সত্যতা যাচাই করার সহজ নিয়ম-
ছবির সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি যদি পূর্বে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে তা জানার জন্য আমরা গুগলের ইমেজ সার্চ এর মাধ্যমে আসল ছবিটি খুঁজে বের করতে পারব।
১। যে ছবিটি নিয়ে আমরা সন্দিহান সে ছবিটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ বা সেইভ করে রাখব।
২। তারপর আমরা যেকোনো ব্রাউজার ব্যবহার করে www.google.com প্রবেশ করে ‘ইমেজ’ অপশন সিলেক্ট করব।
৩। এবার সার্চ বার থেকে থেকে ইমেজ এ ক্লিক করব।
৪। তারপর আমাদেরকে File Upload বাটনে ক্লিক করলে কম্পিউটারের কোন জায়গায় আমরা ছবিটি রেখেছি সেখান থেকে ছবিটি সিলেক্ট করব। এছাড়া ছবিটির যদি কোনো লিংক থাকে সেটিও এখানে ‘Paste’ করতে পারি।
৫। ‘Enter’ ক্লিক করলে ঐ ছবিটির সাথে সম্পর্কিত যত ছবি, ওয়েবসাইট, লিংক বা তথ্য আছে সব সাজেশান চলে আসবে।
৬। এবার আমরা এগুলো চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব। যার তারিখ দেখে আমরা বুঝতে পারব এই ছবিটি আসলে কবে, কীভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড হয়েছিল।
আমরা যে ছবিটির সত্যতা যাচাই করতে চাচ্ছি, সেটি ইন্টারনেটে আপলোড হলে তবেই আমরা এটির মূল সোর্স বা উৎস খুঁজে পাব। আমার ক্যামেরা থেকে ছবি তুলে সেটি অনুসন্ধান করলে কিন্তু কোন তথ্য পাব না। কারন তখন আমার ক্যামেরা বা আমিই হলাম এটির মূল উৎস যা এখনো কেউ ইন্টারনেটে আপলোড করা হয়নি।
ভিডিওর সত্যতা যাচাই-
প্রযুক্তির মাধ্যমে ভিডিওর সত্যতা যাচাই এর জন্য কিছু প্রোগ্রাম আছে। বহুল পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে InVID। এটি মোবাইল ফোন এবং কম্পিউটারে Fake news debunker by InVID & WeVerify Chrome Extention ইন্সটল করে ব্যবহার করা যায়।
কম্পিউটারে Extensionটি ইনস্টল করার পর উক্ত Extensionটিতে ক্লিক করলে OPEN TOOLBOXসহ আরো তিনটি অপশন দেখা যাবে। উক্ত অপশন থেকে OPEN TOOLBOX অপশনে ক্লিক করে মূল ইন্টারফেসে প্রবেশ করতে হবে।
মূল ইন্টারফেসে প্রবেশ করার পর নিচের ছবির মতো দেখা যাবে।
Keyframes অপশনে ক্লিক করার পর নিচের মতো অবস্থা দেখা যাবে।
তারপর Insert thee video URL বক্সে কম্পিউটার/ মোবাইলে সংরক্ষণ করে রাখা ভিডিও কিংবা ইন্টারনেটে থাকা ভিডিওর লিংক দিলে ডিভিওর মূল অংশের কিছু ছবি/ইমেজ বের করে দিবে সেই ছবিগুলো উপর রাইট ক্লিক করলে ‘fake news debunker by InVID’ অপশন আসবে যা নিচের ছবিতে দেখানো হয়েছে। তারপর ‘Image reverse search Google’ ক্লিক করলে ভিডিওর মূল উৎস বের হয়ে আসবে বা মূল ভিডিও পাওয়া যাবে।
আমরা ইন্টারনেটে রয়েছে এমন ভুল ভিডিও খুঁজে সেটির মাধ্যমে এই প্রোগ্রাম ব্যবহার করে ভিডিও বিশ্লেষণ এর অনুশীলন করব। এই প্রোগ্রামটিতে আরও কিছু ফিচার আছে যেগুলো আমরা নিজে নিজে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বাড়িতে বা বিদ্যালয়ে অনুশীলন করতে পারি ।
আমরা যাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম সেগুলো খুব শিগগির আমরা পেয়ে যাব, তাদের সমাধান দেওয়ার আগে নিজেদের সকল প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি। আজকের অনুশীলন কেমন লাগলো তা আমরা বাড়িতে গিয়ে নিচের ঘরে লিখব- (পাঠ্য বইয়ের ১৪ পৃষ্ঠার সমাধান)