Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

পাইথন একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এখন দেখবো কিভাবে পাইথন সফটওয়্যার ও থনি সফটওয়্যা দুইটি সহজে ডাউনলোড ও ইনস্টল করা যায় সে বিষয়টা।

কীভাবে Python সফটওয়্যার সহজে ডাউনলোড করা যায়?

প্রথমে আমরা যেকোনো ব্রাউজার ব্যবহারে করে প্রবেশ করবো www.python.org/downloads/     এই লিংকে। এরপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভার্সনটি আমরা ডাউনলোড করব।

Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাটনে লেখা আছে Download Python 3.12.1 যেটি এখনকার জন্য লেটেস্ট ভার্সন। কয়েকদিন পর আমরা আবার দেখলে তখন এ ভার্সন এর পরের ভার্সন হইতো দেখব। উক্ত বাটনে ক্লিক করে আমরা প্রথমে পাইথন ডাউনলোড করব। তারপর ইনস্টল করে নেব।

অ্যাপলিকেশন ডাউনলোড  হয়ে গেলে ইন্সটলের সময় নিচের ছবির মতো একটি উইনডো  আমরা দেখতে পাব –

Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

আমরা ইন্সটল উইনডোর নিচে থাকা অপশনগুলো  ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব। তারপর Install Now অপশনে ক্লিক করব। এসময় ইন্সটল হবার অনুমতি চাইলে সেটাও অনুমতি দিয়ে দিব। 

এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সফল হয়েছে। এভাবে আমরা পাইথন আমাদের কম্পিউটারে আমরা সফলভাবে যুক্ত করতে পারব। কিন্তু আমাদের প্রোগ্রামের কোড বা নির্দেশ লেখার জন্য আরেকটি সফটয়্যার এপ্লিকেশন লাগবে । সেটি হচ্ছে থনি (Thonny) সফটওয়্যার।

কীভাবে Thonny (থনি) সফটওয়্যার সহজে  ডাউনলোড করা যায়?

থনি সফটওয়্যারটি ডাউনলোড করা জন্য আমাদেরকে এই লিংকে প্রবেশ করতে হবে। https://thonny.org/ এ লিংক থেকে  thonny সফটওয়ারটি আমরা সহজে ডাউনলোড করতে পারব।

Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

 

থনি সফটওয়্যার সাইটে গেলে উপরে দেওয়া ছবির মতো আমরা দেখতে পাবো।  Download Version 4.1.4 বাটনের উক্ত লেখার মধ্যে ক্লিক করলে আরো একটি নতুন উইনডো আসবে যেটি দেখতে নিচের ছবির মতো দেখাবে।Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

উপরোক্ত ছবির নিচের দিকে স্ক্রল করে গেলেই আমরা নিচের ছবির মতো অবস্থা দেখতে পাবো।সেখান থেকে Assets এ থাকা যেকোনো একটি ভার্সন আমরা ক্লিক করে ডাউন করে ইনস্টল করতে পারব।

Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

ইনস্টল করার পর আমাদের কাজ হচ্ছে Thonny সফটওয়্যারটি চালু করা। তখন নিচের ছবির মতো উইনডো আমরা দেখতে পাব।

Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

Let’s go! বাটনে ক্লিক করলে নিচের মতো উইনডো আসবে

Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

এভাবে সফলভাবে সফটওয়্যারটি ইনস্টল করার পর আমরা সেখানে কাজ শুরু করতে পারব। আউটপুট হিসেবে Hello World! প্রিন্ট করতে পারব। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে print () ফাংশন ব্যবহার করতে হয়। আমরা যেই টেক্সট প্রিন্ট করতে চাই, সেটা print () এর ভিতরে Single Quotation (‘ ‘) দিয়ে তারমধ্যে লিখব। তাহলে Hello World! প্রিন্ট করতে আমাদের লিখতে হবে- print(‘Hello World!’) এরপর রান বাটনে ক্লিক করলে নিচে আউটপুট হিসেবে Hello World! লেখা উঠবে।

Class 8-Digital Projukti-Shikhon Oviggota-4-Sesson-3-Python and Thonny Software Download and Install

তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইলটি সেভ করব। তখন আমাদের ফাইলের নামও প্রদর্শন করবে প্রোগ্রামের উপরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *