৮ম শ্রেণি- ডিজিটাল প্রযুক্তি- শিখন অভিজ্ঞতা-২ সেশন-৩ (জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দাবাহিনী)

আমরা নিশ্চয়ই বিভিন্ন সময় পত্রিকায় বা আশেপাশে আসল ও নকল পণ্যের বিজ্ঞাপনের কথা দেখেছি। আমাদের সমাজে এ কাজের চর্চা অনেক আগে থেকেই ছিল কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটির গতি ও প্রভাব অনেক বেড়ে গেছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি কেউ কোনো ভালো কাজ করে সেটি খুব দ্রুত যেমন ছড়িয়ে পড়ে, কেউ যদি কোনো খারাপ কিছু করে সেটিও অপ্রতিরোধ্য গতিতে দ্রুত ছড়িয়ে অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ডিজিটাল উপাত্তের অধিতথ্য বা Meta Data বোঝা আমাদের জন্য এ কারণে খুবই গুরুত্বপূর্ণ। ধরি আমাদের কাছে একজন কোনো ঘটনার একটি ছবি মুঠোফোনে পাঠিয়ে বলল- ঘটনাটি এইমাত্র ঘটেছে। এখন আমরা কিভাবে বুঝব যে সেই মানুষটি পুরনো কোনো ছবি আজকের ছবি বলে চালিয়ে দিচ্ছে কিনা? অথবা এক জায়গার ছবি আরেক জায়গার বলে চালিয়ে দিচ্ছে না?

মেটাডেটা বা অধিতথ্য কী ?

অধিতথ্য বা মেটাডেটা হলো তথ্য সম্পর্কিত আরো তথ্য। যেমন: একটি বইয়ের অধ্যায়গুলোকে যদি আমরা তথ্য হিসেবে কল্পনা করি, তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে আরো তথ্য যাচাই করা হলো অধিতথ্য। কোনো ছবির ক্যাপশন হচ্ছে তথ্য তবে ছবিটি কখন, কোন ক্যামেরা দিয়ে তুলা হয়েছে সেসকল তথ্য হচেছ অধিতথ্য বা মেটাডেটা।

আমরা যদি কোনো ছবির অধিতথ্য বা মেটাডেটা পড়তে পারি তাহলে আসল তথ্যটি আমরা পেয়ে যাবো।

কীভাবে আমরা ছবির অধিতথ্য বা মেটাডেটা পড়তে পারি?

মেটাডেটা দেখার জন্য আমরা প্রথমে যেকোনো ছবির উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর আমাদের সম্মুখে নিচের ছবির মতো অবস্থা দেখা যাবে।

ছবির মেটাডেটা চেক করা

তারপর আমাদেরকে Properties অপশনে ক্লিক করতে হবে। Properties অপশনে ক্লিক করার পর আমরা ছবির অনেকগুলো তথ্য দেখতে পাবো। যা নিচের ছবির মধ্যে দেখানো হলো।

ছবির মেটাডেটা চেক করা

তখন আমরা ছবির টাইটাল, সাইজ, কখন ছবিটি তোলা হয়েছে, কখন মুডিফাই করা হয়েছে ইত্যাদি মেটাতথ্য আমরা দেখতে পাবো। তারপর আমরা Details অপশনে ক্লিক করে আরো অধিতথ্য বা মেটাডেটা দেখতে পারব। আমরা ছবিটি কোন লোকেশন থেকে উঠানো হয়েছে সে তথ্যও দেখতে পারব।

ছবি যাচাই

ছবির মেটাডেটা চেক করা

কাজেই কেউ যদি আমাদের একটি ছবি দেখিয়ে বলে এটি টেকনাফের ছবি আর আমরা যদি অধিতথ্যে দেখি তেঁতুলিয়ার তথ্য দেওয়া আছে তাহলেই বুঝতে পারব যে কথাটি মিথ্যা।

 মুঠোফোনেও এই অধিতথ্যগুলো দেখা যায়।

এখন আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে একটু গোয়েন্দাগিরি করব। আমাদের কেউ একজন এখানে একটি দুষ্টলোকের চরিত্রে অভিনয় করব। সে একটি ছবি দেখিয়ে কত তারিখ, কোন ক্যামেরা দিয়ে আর কোন জায়গায় দাঁড়িয়ে তোলা হয়েছে তা নিয়ে কিছু দাবি করবে। আমরা অধিতথ্য বিশ্লেষণ করে নিচের ঘরে বলব কোন দাবিটি সত্য আর কোন দাবিটি মিথ্যা।

ছবির সত্য মিথ্যা দাবি

এরপর আমরা পরিবারের সদস্যদের জন্য অধিতথ্য ব্যবহার করে কিভাবে জাল ছবি ধরে ফেলতে হয় তার উপর একটি ছোট দেয়ালিকা বানাব যেটি রান্নাঘর বা খাওয়ার ঘরে সবাই দেখতে পারে এমন জায়গায় ঝুলানো যাবে। দেয়ালিকার গল্প আমরাই ঠিক করব। যেমন একটি উদাহরণ হতে পারে আমাদের পরিবারের একজন সদস্যের মুঠোফোনে একটি ছবি এসেছে যাতে বলা আছে এলাকার কোনো একটি জায়গায় একটি দুর্ঘটনা ঘটেছে। এখন প্রথম, দ্বিতীয়, আর তৃতীয় বা সর্বশেষ ধাপে কোনো অধিতথ্য যাচাই করবে সেটি দেখাব। সাথে যদি মানুষকে সচেতন করার জন্য একটি ছড়া বা শ্লোগান দিতে পারি তাহলে তো আরো ভাল হয়। খসড়ার করার জন্য আমরা নিচের ঘরটি ব্যবহার করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *