৮ম শ্রেণি- ডিজিটাল প্রযুক্তি- শিখন অভিজ্ঞতা-২ সেশন-৫ (ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় অতন্দ্র প্রহরীদল)

তথ্য ঝুঁকি, মুঠোফোনের নিরাপত্তা, জাল ডিজিটাল উপাত্ত শনাক্ত করা, আর ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারসাম্যপূর্ণ ব্যবহার সম্পর্কে জানা যেমন আমাদের জন্য জরুরি ঠিক তেমনি  আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়টিও আমাদের জানা থাকা জরুরি।

আমরা সবাই পাসপোর্ট সম্পর্কে জানি। কোনো বাংলাদেশী নাগরিক যখন দেশের বাইরে যেতে চান তার পাসপোর্ট থাকতে হয়। একটি পাসপোর্ট পেতে প্ৰথমে কিছু তথ্য একটি ফর্মে জমা দিতে হয়। এই ফর্মে বেশ কিছু তথ্য থাকে যেসব আমাদের একান্ত গোপনীয়। সবাই যদি এই তথ্যগুলো জেনে যায় তাহলে প্রতারকেরা এর অপব্যবহার করতে পারে। আমরা এখন সেই অংশগুলো গোল দাগ দিয়ে চিহ্নিত করব যেগুলো আমাদের পাসপোর্টে ব্যক্তিগত গোপনীয় তথ্য। 

ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় অতন্দ্র প্রহরীদল

এখন আমরা চিন্তা করে দেখি। আমরা কি চাই আমাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে যাক? অবশ্যই না। আমাদের পরিবারেরও কারো ব্যক্তিগত তথ্যও ছড়িয়ে যেতে দেওয়া যাবে না। কাজেই আমরা এসব ব্যাপারে খুব সচেতন থাকব।

অনলাইনে এসব ফাঁস হয় কী করে? অনলাইনে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে যাই তখন সেখানে আমাদের উপস্থিতির চিহ্ন রেখে আসি। কোথাও হয়তো লগইন করি, কোথাও মন্তব্য করে আসি, কোথাও হয়তো কোনো বন্ধুকে বার্তা বা ডিজিটাল উপাত্ত পাঠাই। কখনও আমরা দলবেঁধে একটি বিষয় নিয়ে কথা বলি আর ভাবি এর বাইরে কেউ হয়তো জানে না আমরা কী নিয়ে আলাপ করছি। এটি ভীষণ ভুল ধারণা।

আমরা ডিজিটাল মাধ্যমে যখন যাই করি না কেন, তার হিসাব সবসময়ই থাকে। শুধু তাই নয়, অনেক সময় দেশের আইনে কোনো ওয়েবসাইট বা অ্যাপে ব্যবহারকারীদের ডিজিটাল কর্মকাণ্ডের ইতিহাস সংরক্ষণ করার কথা বলা থাকে যাতে কোনো অঘটন ঘটলে তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করা যায়।

ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের ইতিহাসকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। আমাদের সবসময় মনে রাখতে হবে, ডিজিটাল মাধ্যমে এমন কিছু করব না যেটির কারণে বড় হয়ে ভীষণ লজ্জায় পড়ে যাব বা থানা-পুলিশ পর্যন্ত যেতে হবে। কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট কখনও মুছে না।

এখন আমরা কিশোর বাতায়নে গিয়ে ডিজিটাল লিটারেসির একটি কোর্স করার জন্য একটি একাউন্ট খুলব। 

কিশোর বাতায়নে একাউন্ট খোলার নিয়ম-

প্রথমে আমরা যেকোনো ব্রাউজার ব্যবহার করে https://konnect.edu.bd/ প্রবেশ করব।

কিশোর বাতায়নে একাউন্ট খোলার নিয়ম

সেখানে আমরা লগ-ইন বাটনে ক্লিক করব। আমাদের যদি আগে একাউন্ট করা থাকে তাহলে আমরা  ই-মেইল/ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সহজে লগ-ইন করতে পারব। আর যদি একাউন্ট করা না থাকে তাহলে লগ-ইন বাটনে ক্লিক করার পর সর্বশেষ নিচে ‘সাইন আপ করুন’ নামে একটি বাটন দেখতে পাবো। 

কিশোর বাতায়নে একাউন্ট খোলার নিয়ম

আমাদেরকে ‘সাইন আপ করুন’ বাটনে ক্লিক করতে হবে। তারপর ইংরেজিতে নিজের নাম, ফোন নম্বর, ইমেইল, পাসওয়ার্ড, প্রতিবন্ধিতা সনাক্ত, বিভাগ, জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার স্তর, শ্রেণি, গ্রুপ, জন্মতারিখ, লিঙ্গ ইত্যাদি তথ্য দিয়ে নিবন্ধন বাটনে ক্লিক করে আমরা একাউন্ট খোলার কাজ সম্পন্ন করব। তারপর আমরা ইমেইল/ ফোন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করে উক্ত সাইটটিতে কোর্স শুরু করতে পারব।

আমরা যদি কিশোর বাতায়ন সাইটটিতে হোম পেজে ‘জীবন দক্ষতা’ মেনুনে ক্লিক করি তাহলে নিচের পেইজটি দেখতে পাবো।

ডিজিটাল লিটারেসি কোর্স

আমরা ডিজিটাল লিটারেসি বিষয়ে ক্লিক করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সে যাব এবং কোর্সটি সম্পন্ন করব।

কোর্স সম্পন্ন করার সময় কোর্সটিতে যারা অংশগ্রহণ করেছে তাদের মন্তব্যগুলোও আমরা দেখতে পাবো। এ মন্তব্যগুলোকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট।

ডিজিটাল ফুটপ্রিন্ট

আমরাও কোর্সটি সম্পন্ন করে সেখানে মন্তব্য করতে পারব। তবে মন্তব্য করার সময় আমাদের সচেতন হতে হবে যাতে মন্তব্যগুলো মার্জিত ভাষায় লেখা হয় । আমরা অনলাইনে এমন কাজ করব না যা দেখে সবাই হাসা-হাসি করে বা নিজেকে লজ্জিত হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *