আজকে আমরা ৯ম শ্রেণি-ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা-১ সেশন-২ এ নতুন আরেকটি বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করব তা হলো গণযোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বাস্তবতা। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি। এই তথ্য এবং বিনোদন আমাদের মনে নির্দিষ্ট বিষয়ের প্রতি একটি মনোভাব বা Perception তৈরি করে। আর এই মনোভাবটি বাস্তবতার সাথে বা প্রকৃত সত্যের সাথে কিছুটা আলাদাও হতে পারে।
এই বিষয়টি নিয়েও আমরা আমাদের স্কুল বুলেটিনে একটি প্রতিবেদন বা প্রবন্ধ লিখতে পারি। স্কুল বুলেটিন তৈরি জন্য আমাদের কনটেন্টের প্রয়োজন হবে। যার মধ্যে বিভিন্ন বিষয় লিখতে হতে পারে। তাই আমরা এখন বাস্তবতার আলোকে কীভাবে Google Docs ব্যবহার করে নিজেদের ভয়েস কমান্ড দিয়ে দ্রুত বাংলা বা ইংরেজি লেখা যায় তা আমরা দেখবো।
গুগল ডকসে (Google Docs) ভয়েস কমান্ড ব্যবহার করে বাংলা টাইপিং
Google Docs ব্যবহারের জন্য প্রথমে আমাদের একটি জিমেইল একাউন্টে লগিন করতে হবে। নিজেরদের জিমেইল একাউন্ট না থাকলে শিক্ষকের বা অভিভাবকের একাউন্টে আমরা বিষয়টি দেখতে পারি।
কাজের ধাপসমূহ-
১। প্রথমে যেকোনো ব্রাউজার অপেন করব। তারপর জিমেইলে লগিন থাকা অবস্থায় Google Apps মেনুতে ক্লিক করব। লগিন করা না থাকলে লগিন করে নিতে হবে।
২। তারপর Google Apps থেকে Docs এ ক্লিক করে Blank Document এর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে একটি নতুন ডকস্ ফাইল অপেন হবে। ডকস্ ফাইলের কাজের রিলেটেড একটি নাম দিতে পারি, তা আমরা Untitled Document এ ক্লিক করে লিখে দিতে পারি।
৩। তারপর আমাদের ক্লিক করতে হবে উপরের মেনু থেকে Tools মেনুতে। Tools মেনুতে ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন বা সাব-মেনু দেখতে পাবো। সেখান থেকে Voice Typing এ ক্লিক করতে হবে।
৪। Voice Typing এ ক্লিক ক্লিক করার পর আমরা একটি মাইক্রোফোনযুক্ত অপশন দেখতো পাবো। তার মধ্যে একটু লক্ষ করলে আমরা দেখতে পাবো English (US) নামক ভাষা সিলেক্ট করার অপশন। উক্ত অপশনে ক্লিক করে বাংলা লেখার জন্য আমরা ‘বাংলা (বাংলাদেশ)’ভাষা সিলেক্ট করে দেব।
৫। সর্বশেষ আমাদের ভাষা সিলেক্টের পর মাইক্রোফোনে ক্লিক করতে হবে। তারপর যা লিখতে চাইবো তা মুখে বলতে হবে। কিছুক্ষণ মুখের ভয়েস কমান্ড ব্যবহার করলে যদি কাজ না করে তাহলে মাইক্রোফোনে পুনরায় দুইবার ক্লিক করে আবার ভয়েস কমান্ড দিয়ে আমাদের লিখতে হবে।
এভাবে আমরা যেকোনো ভাষায় ভয়েস কমান্ড ব্যবহার করে যেকোনো লেখা বা তথ্য আমরা লিখতে পারবো।
এই নির্দেশনাটি বুঝতে যদি কঠিন হয় তাহলে ‘Voice Type Bangla Writing’ এই কয়টি ‘Key Word’ দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে আমরা এই পুরো প্রক্রিয়া বর্ণনা করে কয়েকটি ভিডিও আছে, যা দেখেও আমরা সহজে কাজটি করতে পারব।
আমরা একজন একজন করে ল্যাপটপের সামনে এসে আমাদের বাড়িতে তৈরি তালিকা থেকে একটি একটি করে পয়েন্ট বলব আর একটি ডকুমেন্ট তৈরি হবে। এই ডকুমেন্টটি আমাদের স্কুল বুলেটিন তৈরির সময় কাজে লাগবে।
এই প্রক্রিয়াটি আমাদের অন্যান্য বিষয় যেমন-বাংলা, বিজ্ঞান, ধর্ম ইত্যাদি বিষয়ের কাজ করার সময় অনুসরণ করতে পারব, এতে আমাদের কাজ সহজ হয়ে যাবে।
বিদ্যালয়ে কম্পিউটার না থাকলে আমরা বোর্ডেও তালিকা তৈরির কাজটি করতে পারি।
আমরা জানি টেলিভিশন, সংবাদপত্র, রেডিও এগুলোকে ‘গণযোগাযোগ মাধ্যম’ বলে, আর ইউটিউব, ফেইসবুক, ইন্সটাগ্রাম এগুলোকে ‘সামাজিক যোগাযোগ’ মাধ্যম বলে। আর ইন্টারনেট ব্যবহার করে যে কোনো যোগাযোগের মাধ্যম হচ্ছে ‘নিউ মিডিয়া’ । এখন আমরা গণযোগাযোগ ও নিউ মিডিয়ার ছকটি পূরণ করি।