আমরা আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি করার কাজের ধারণা পেয়ে গেছি। আমাদের নিবন্ধ বা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের উপাত্ত বা ডেটা উপস্থাপন করতে হবে যেন আমাদের লেখাটি গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয়। আমরা আমাদের নির্ধারিত বিষয়টি শিক্ষককে দেখাই, শিক্ষক আমাদের ঠিক করে দিবেন আমরা কে কোন বিষয় নিয়ে কাজ করতে চাই।
আর্টিকেলে ডেটা যুক্ত করার জন্য জরিপ করা-
আমাদের আর্টিকেলে ডেটা যুক্ত করার জন্য আমরা একটি জরিপ করব। জরিপ হলো গবেষণার একটি পদ্ধতি। যে কোনো বিষয়ের উপর সে বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত সংগ্ৰহ করা হয় আর সে মতামতকে সমন্বিত করে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়।
জরিপের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায়-
১। বর্ণনামূলক প্রশ্ন
২। বহু নির্বাচিত প্রশ্ন
৩। লাইকার্ট স্কেল (মাত্রা নির্ধারণী প্রশ্ন)
আমরা যেহেতু উপাত্ত উপস্থাপন শিখব, আমাদের কাজের সুবিধার্থে আমরা শুধু নৈর্ব্যক্তিক ধরণের প্রশ্নপত্র তৈরি করব। আজকে আমরা কীভাবে স্প্রেডশিটে একটি ডেটা বিশ্লেষণ করা যায় এবং ভিজ্যুয়াল করা যায় তা অনুশীলন করব। এই মুহুর্তে আমরা যেহেতু জরিপ করিনি, আমাদের কাছে কোন ডেটা নেই। আমরা কাজের সুবিধার্থে এক্সেল (Excel)এ একটি ডেটা শিট তৈরি করে নিব।
মনে করি আমাদের বিষয় : পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা।
জরিপ প্রশ্ন ১ : উত্তরদাতার নাম – …………………………………….
জরিপ প্রশ্ন ২ : আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্ট ফোন আছে?
ক। আছে খ। নেই
জরিপ প্রশ্ন ৩ : ‘ইন্টারনেট পড়ালেখায় সাহায্য করে’-এর সাথে আপনি-
ক। একমত খ। একমত নই
জরিপ প্রশ্ন ৪ : ‘আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই’ এর সাথে আপনি-
ক। একমত খ। একমত নই
আমরা ১০ জন ব্যক্তির কাছ থেকে এই চারটি প্রশ্নের উত্তর নিয়ে স্প্রেডশিটে যুক্ত বা এন্ট্রি করার পর এরকম দেখাবে। পাশাপাশি কলামে (A, B, C, D…) প্রশ্নগুলো লিখব আর উপর নিচে রো (1,2,3,4..) এ আমরা প্রাপ্ত উত্তরগুলো লিখব বা এন্ট্রি দিব।
১০ জন ব্যক্তির উত্তর আমরা গুনেগুনেই এর অ্যানালাইসিস অর্থ্যাৎ কতজন ব্যক্তি কী উত্তর দিয়েছে এই হিসাব করে ফেলতে পারব। কিন্তু আমাকে যদি ১০০০ ব্যক্তির ডেটা দেওয়া হয় তাহলে আমার পক্ষে হিসাব করা অসম্ভব হয়ে যাবে। তাই স্প্রেডশিট ব্যবহার করে আমরা এই কাজটি শিখে নিলে মুহূর্তেই অনেক বড় বড় হিসেব বা গবেষণার কাজ করে ফেলতে পারব।
আমার জরিপের প্রশ্ন (পাঠ্য বইয়ের ২১ পৃষ্ঠার কাজ)
জরিপের বিষয়: আমার এলাকায় কিশোর অপরাধ
জরিপ প্রশ্ন ১ : উত্তরদাতার নাম – ……………………………………
জরিপ প্রশ্ন ২ : আপনার এলাকায় কি কিশোর অপরাধ সংঘটিত হয় ?
ক। হ্যাঁ খ। না
জরিপ প্রশ্ন ৩ : আপনি কি মনে করেন আপনার এলাকায় কিশোর অপরাধ বৃদ্ধি পেয়েছে ?
ক। হ্যাঁ খ। না
জরিপ প্রশ্ন ৪ : কিশোর অপরাধের জন্য আপনি কোনটিকে দায়ী করবেন?
ক। সন্তানের প্রতি বাবা মায়ের অসচেতনতা খ। দারিদ্যতা
জরিপ প্রশ্ন ৫ : কিশোর অপরাধ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে আপনি কি একমত?
ক। একমত খ। একমত নই।