আজকের সেশনে আমরা নিবন্ধ বা বিদ্যালয় বুলেটিন তৈরির কাজটি সম্পন্ন করব। বুলেটিন বা নিবন্ধ লেখার সময় সংবাদের বৈশিষ্ট্য ও কাঠামো আমরা বিবেচনা করব। আগামী সেশনে আমাদের লেখাগুলো আমাদের সাইটের মধ্যে যুক্ত করব বা আপলোড করব। আমরা চাইলে নিজেদের দক্ষতা বা সক্ষমতা সংক্রান্ত একটি অনলাইন পোর্টফোলিও তৈরি করতে পারব এবং উক্ত পোর্টফোলিওর লিংক সরবরাহ করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারব। যখন কলেজ, বিশ্ববিদ্যালয় বা পেশায় যুক্ত হবো তখন আমাদের পোর্টফোলিও বা কাজের দক্ষতা অন্যরা দেখে অত্যন্ত সহজে আমাদেরকে যাচাই ও মূল্যায়ন করতে পারবে।
নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য অনেকগুলো ওয়েবসাইট বা প্রতিষ্ঠান বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে –
- Wordpress.com
- carbonmade.com
- sites.google.com
- Wix.com
- Behance.com
- GoDaddy.com
- Webflow.com
- Pagecloud.com
আমরা এখন অত্যন্ত জনপ্রিয় Google Site ব্যবহার করে একটি বিদ্যালয় বুলেটিন তৈরি করব এবং পরবর্তীতে নিজেদের জন্য একটি পোর্টফোলিও তৈরি করব।
বুলেটিন বা ওয়েবসাইট তৈরির জন্য আমরা প্রথমে Google.com গিয়ে Google Site লিখে সার্চ দেব । তখন আমারদের সম্মুখে প্রথমে যে ওয়েবসাইটটি দেখাবে সেখানে ক্লিক করব।
তারপর নিচের দেওয়া ছবির মতো আমরা ইন্টারফেস দেখতে পাবো।
তারপর প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে একটি Blank Site Open করব। তখন আমাদের সম্মুখে নিচের ছবির মতো একটি পেইজ চলে আসবে।
উক্ত পেইজের `Your Page Title’ লেখাতে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো একটি নাম দিতে পারবো। উক্ত পেইজের ডান পাশে বিভিন্ন Insert, Pages, Themes, Text box, Images, Embed-সহ আরো অনেক অপশন রয়েছে যে অপশনগুলো ব্যবহার করে আমাদের বুলেটিনের মধ্যে ছবি যুক্ত করতে পারব, লেখা যুক্ত করার পাশাপাশি এর ডিজাইনও পরিবর্তন করতে পারব। Pages অপশন ব্যবহার করে নতুন নতুন পেইজ সংযুক্ত করতে পারব। Themes অপশন ব্যবহার করে পেইজের রং বা ডিজাইন পরিবর্তন করতে পারব।
আমাদের প্রয়োজনীয় লেখা ও ছবি আপলোড বা যুক্ত করে আমাদের সাইটটি পাবলিশ বা প্রকাশ করব। প্রকাশ করার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাতে পারি।
চূড়ান্ত ভাবে প্রচার করার আগে আমাদের বিষয় শিক্ষককে একবার দেখিয়ে নেব। ওনার পরামর্শ মোতাবেক ছবি, লেখা, ভিডিও, সাক্ষাৎকার নানা কিছু আমরা যুক্ত করব। এভাবে আমরা বিদ্যালয় বুলেটিন তৈরির কাজটি সম্পন্ন করব।