নিরাপদ হোক সাইবার জগৎ

নিরাপদ হোক সাইবার জগৎ -এ সেশনে আমরা সাইবার অপরাধের শিকার হলে তার করণীয়, সাইবার নিরাপত্তা বিষয়ক আইন, সাধারণ ডায়েরি (জিডি) করার নিয়ম ও তথ্য আলোচনা করব।।

বিশ্বে যেমন সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও অনলাইন জগতে বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধিদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারা সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়ার জন্যও আইন শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।

এ পর্যায়ে আমরা কয়েকটি সাইবার অপরাধের ঘটনা পর্যবেক্ষণ করব।

৯ম শ্রেণি-ডিজিটাল প্রযুক্তি- শিখন অভিজ্ঞতা-২ সেশন-৪ (নিরাপদ হোক সাইবার জগৎ)

৯ম শ্রেণি-ডিজিটাল প্রযুক্তি- শিখন অভিজ্ঞতা-২ সেশন-৪ (নিরাপদ হোক সাইবার জগৎ)

উপরোক্ত তিনধরনের পরিস্থিতির শিকার আমরাও হতে পারি। আমাদের ব্যক্তিগত জীবনেও তথ্য হারানো  এবং সাইবার আক্রমণের ঘটনা ঘটতে পারে। এবার আমরা উপরোক্ত ঘটনার শিকার হলে নিচের ছকটিতে প্রদত্ত কোন কোন পদক্ষেপ দেওয়া যেতে পারে তা অনুশীলন করি। (পাঠ্য বইয়ের ৪০ পৃষ্ঠার কাজ)

৯ম শ্রেণি-ডিজিটাল প্রযুক্তি- শিখন অভিজ্ঞতা-২ সেশন-৪ (নিরাপদ হোক সাইবার জগৎ)

৯ম শ্রেণি-ডিজিটাল প্রযুক্তি- শিখন অভিজ্ঞতা-২ সেশন-৪ (নিরাপদ হোক সাইবার জগৎ)

তথ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা বিষয়ক নীতিমালা আইন :

বাংলাদেশে বলবৎ তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ক বেশ কিছু নীতিমালা ও আইন রয়েছে। নিচে তা উপস্থাপন করা হলো-

১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬

২। সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি, ২০১৪

৩। তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন, ২০১৪

৪। তথ্য ও যোযোগ প্রযুক্তি নীতিমালা, ২০১৮

৫। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮

সাধারণ ডায়েরি (জিডি) করার নিয়ম-

সাইবার অপরাধের শিকার হলে বা ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে নিকটস্থ থানায় কীভাবে সাধারণ ডায়েরি করতে হয় তা নিয়ে আলোচনা করব। উপরোক্ত সমস্যায় পড়লে প্রথমে আমরা নিকটস্থ থানায় যাবো। অথবা সরাসরি থানায় না গিয়ে অনলাইনে জিডি অ্যাপস ব্যবহার করেও আমরা সাধারণ ডায়েরি বা জিডি ফরম পূরণ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সহায়তা নিতে পারি। নিচে আমাদের পাঠ্য বইয়েতে দেওয়া জিডির একটি নমুনা কপি উপস্থাপন করা হলো।

সাধারণ ডায়েরি বা জিডির নমুনা কপি

বর্তমানে অনলাইনেও জিডি ফরম পূরণ করে সাবমিট করা যায়। অনলাইনে জিডি করার জন্য আমাদের প্রথমে প্রবেশ করতে হবে https://gd.police.gov.bd এ  সাইটে। সাইটটিতে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে জিডি ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।

তাছাড়া আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন ইউনিট যেমন- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কাউন্টার টেররিজম ইউনিট (সিটি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং শহরের মেট্রোপলিটন পুলিশসহ পায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন- Report to RAB, Hello CT App, 999- Google Play Store থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় আইনি সহায়তা আমরা পেতে পারি।

আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে যে সকল তথ্য প্রদান করতে হবে

আবেদন কারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, এনআইডি কার্ড নম্বর, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ অথবা উত্ত্যক্তকারী/ব্ল্যাকমেইলার/প্রতারক/হ্যাকার/ অনলাইন জুয়া পরিচালনকারীর লিং বা তথ্য, ঘটনার কোনো ছবি/ স্ক্রিনশট থাকলে ৫টি,সন্দেহজনক ব্যক্তির পরিচয় যদি জানা থাকে ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *