আজকের সেশনে আমরা আমাদের নিয়ে আসা উপাত্ত বা ডেটাগুলোকে সমন্বয় করে একটি গ্রাফ তৈরি করব। গ্রাফ তৈরির ক্ষেত্রে আমরা শ্রেণিকক্ষের সবাই একে অপরকে সহায়তা করব। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিয়ে কাজটি সম্পন্ন করব।
আমরা চাইলে ডেটা ভিজ্যুয়ালাইজেশনের কাজ মাইক্রোসফট পাওয়া পয়েন্ট বা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে তৈরি করতে পারি। তারজন্য প্রথমে আমাদেরকে Microsoft PowerPoint অপেন করতে হবে।
তারপর উপরে INSERT – মেনুতে ক্লিক করতে হবে। INSERT -মেনুতে ক্লিক করলে আমরা Chart অপশনটি খুঁজে পাবো। সেখান থেকে আমরা আমাদের ইচ্ছেমতো গ্রাফ তৈরি করে নিতে পারবো। তবে এক্ষেত্রে আমাদের আগে থেকে ডেটা টাইপ করে রাখতে হবে।