৯ম শ্রেণি-ডিজিটাল প্রযুক্তি-শিখন অভিজ্ঞতা -১ সেশন-৭ (আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি)

বিদ্যালয় বুলেটিন বা নিবন্ধ তৈরি করতে গেলে আমাদের লেখা ও ছবির প্রয়োজন হবে। সংগৃহীত  লেখা বা ছবি যাতে কপিরাইট মুক্ত হয় সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এখন আমরা প্রথমে জানবো কপিরাইট কী ?

কপিরাইট কী ?

সৃষ্টিশীল এবং মৌলিক কোনো কাজের উপর স্বত্বাধিকারীর অধিকার হচেছ কপিরাইট।

অর্থাৎ কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন সৃষ্টিশীল কাজ স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া যদি অন্য কেউ ব্যবহার, পুনর্মুদ্রণ, অনুবাদ, প্রকাশ ইত্যাদি করে তবে স্বত্বাধিকারী ঐ ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। কপিরাইট আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে।

আলোক চিত্র, স্থাপত্য, নকশা, কম্পিউটার প্রোগ্রাম, সফটওয়্যার, ভাস্কর্য, চলচ্চিত্র, সংগীত বা গান, শিল্পকর্ম, সাহিত্য ইত্যদিসহ মৌলিকভাবে তৈরিকৃত সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে।

ক্রিয়েটিভ কমনস্/ Creative Commons Lisenses:

কিছু ছবি, গান, ভিডিও ইত্যাদি মৌলিকভাবে সৃষ্টিশীল কাজ হলেও যা ক্রিয়েটিভ কমন্স এর আওতায় থাকলে তা সবার ব্যবহারের জন্য উপযোগী।

ক্রিয়েটিভ কমনস্ হচ্ছে একটি অলাভজনক প্রাতিষ্ঠানিক উদ্যোগ কোনো সৃষ্টিশীল কাজ সবার জন্য ব্যবহার উপযোগী করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।

এখন আমরা দেখবো কোনো নিবন্ধ বা আর্টিকেলের জন্য ছবি প্রয়োজন হলে কীভাবে আমরা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারে Creative Commons Licenses এর আওতাভুক্ত ছবি আমরা সহজে ডাউনলোড করা যায় সে বিষয়টি।

তার জন্য প্রথমে আমাদেরকে যোকোনো ব্রাউজার ব্যবহারে করে Google.com সাইটে প্রবেশ করবো। সেখানে একটি কী-ওয়ার্ড দিয়ে সার্চ দেবো যেমন- School Compound। তখন আমাদের সম্মুখে অনেকগুলো রেজাল্ট শো করবে।

৯ম শ্রেণি-ডিজিটাল প্রযুক্তি-শিখন অভিজ্ঞতা -১ সেশন-৭ (আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি)

তারপর আমরা সার্চ বারের Tools অপশনে ক্লিক করব। Tools অপশনের অধীনে আরো কিছু অপশন দেখা যাবে। যেমন- Size, Color, Type, Time, Usage Rights ইত্যাদি। এ সকল অপশনগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। আমাদের মূল কাজ হচেছ  Creative Commons সিলেক্ট করে দেওয়া। তার জন্য আমাদেরকে Usage Rights ক্লিক করে Creative Commons Licenses অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তখন আমাদের সম্মুখে যেসকল ছবি দেখাবে তার সবগুলো Creative Commons Licenses এর আওতাভুক্ত সেগুলো  আমরা আমাদের ওয়েবসাইট বা আর্টিকেলে বা নিবন্ধ তৈরিতে অনায়াসে ব্যবহার করতে পারবো।

এবার আমাদের কাজ হচ্ছে আমাদের প্রয়োজনীয় ছবিগুলো ডাউনলোড করা। এক্ষেত্রে কোনো ছবির সাথে যদি ছবির ফটোগ্রাফার বা ওয়েবসাইটের নাম থাকে তাহলে ছবি ব্যবহারের সময় সোর্স হিসেবে উক্ত ফটোগ্রাফার বা ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *