ফ্রিতে ৪ খ্যাতনামা কোম্পানির AI কোর্স –
বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত টপিকের নাম কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২৩ সালে AI ভিত্তিতে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে অনুরূপভাবে ২০২৪ সালে বিশেষজ্ঞরা আশা করেছেন এর ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর এর দক্ষতা বৃদ্ধি করতে খ্যাতনামা কোম্পানি মাইক্রোসফট, গুগল সহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান AI প্রশিক্ষণ দিচ্ছে।
ইতিমধ্যে বহু প্রতিষ্ঠান তাদের কর্মীদেরকে AI উপর প্রশিক্ষণের ব্যবস্থা চালু করে করেছে। প্রযুক্তি নির্ভর এই আধুনিক জেনারেশনে চালকের ভূমিকায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। AI রপ্ত করা শুধুমাত্র ক্যারিয়ারের উন্নতি নয় সেই সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজের যোগ্যতাকে বাড়িয়ে নিতে AI খুবই সাহায্য করবে। তাই আমাদের ধাপে ধাপে এ প্রযুক্তির খুঁটিনাটি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আর্টিক্যালে আমি চারটি প্রতিষ্ঠানের নাম উপস্থাপন করব যে প্রতিষ্ঠান থেকে আপনারা অত্যন্ত সহজে ফ্রিতে এআই কোর্স করতে পারবেন।
১.মাইক্রোসফট: (AI edX)
AI শেখানোর জন্য খ্যাতনামা কোম্পানি মাইক্রোসফট একটি আলাদা প্লাটফর্ম চালু করেছে। নাম তার edX । এ আই ব্যবহার করে বড় বড় সেক্টর যেমন হেলথ কেয়ার, ফাইন্যান্স, রিটেল পরিচালনার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করতে হবে তা শিখতে পারবেন। আপনারা যারা এ আই শিখতে চান তারা এই প্লাটফর্মের সহায়তা নিতে পারেন।
২. অ্যামাজন:
মেশিন লার্নিং এবং AI সংক্রান্ত কোর্সের জন্য amazon ওয়েব সার্ভিস একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। প্রোগ্রামিং সংক্রান্ত কোনো অভিজ্ঞতা না থাকলেও আমরা amazon ওয়েব সার্ভিস প্ল্যাটফর্ম থেকে এআই সংক্রান্ত কোর্স করতে পারব।কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ক্লাউড টুলস সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এই প্লাটফর্ম সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ব্যবস্থার আয়োজন করেছে।
৩. গুগল মেশিন লার্নিং ক্র্যাশ কোর্স:
গুগলের Udacity প্লাটফর্মে গিয়ে বেসিক লেভেল থেকে ছাত্র-ছাত্রীরা অত্যন্ত সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা, পাইথন প্রোগ্রামিং, ডাটা সায়েন্স ,মডেল ট্রেনিংসহ আকর্ষণীয় সকল কোর্স ফ্রিতে করতে পারবে।
৪. প্রত্যেকের জন্য আইবিএম এআই::
মাল্টিন্যাশনাল কোম্পানি IBM AI For Everyone কোর্স চালু করেছে ইউটিউব চ্যানেলে, যেটি সবার জন্য উন্মুক্ত সেখান থেকে ফ্রিতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিভিন্ন ধরনের কোর্স করতে পারব। যারা এ প্রযুক্তি বিষয়ে অত্যন্ত আগ্রহী তারাই কোম্পানির ইউটিউব চ্যানেলে আইবিএম ফর এভরিওয়ান সার্চ করতে পারেন সেখানে সাবস্ক্রাইব করে কোর্সটি সম্পন্ন করতে পারেন।