Live Cricket Match BPLLive Cricket Match BPL

বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর বিপিএল শুরু হয়েছে ১৯ই জানুয়ারি ২০২৪। T20 এর দশম এ আসরে বাংলাদেশের সাতটি পাওয়াফুল দল অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর পাইডার্স, ফরচুন বরিশাল, এবং খুলনা টাইগার্স।

৪৬ ম্যাচের এ খেলা ৫টি পর্বে সম্পন্ন হবে। প্রথম পর্বে ৮টি ম্যাচ ঢাকাতে অনুষ্ঠিত হবে । তারপর ১২টি ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আবার ঢাকাতে ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর চট্টগ্রামে ১২টি ম্যাচ, সর্বশেষ ঢাকায় ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।

Live Cricket Match BPL কীভাবে মোবাইলে দেখা যাবে?

বিপিএল ক্রিকেট ম্যাচ আমরা ‍Gtv এবং TSports-এ দুটি টেলিভিশন চ্যানেলে দেখতে পারব। তাছাড়া আমরা মোবাইলের মধ্যে বিপিএল খেলার লাইভ `Gtv Live Sports’ এবং TSports মোবাইল অ্যাপলিকেশন ব্যবহার করেও দেখতে পারব। তারজন্য প্রথমে গুগল প্লে-স্টোরে যাবো, তারপর সার্চ করব `Gtv Live Sports’।

Live Cricket Match BPL 2024 | মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখুন

তারপর ইনস্টল করে অপেন করব। প্রথমে আমাদেরকে অ্যাপসটির এগ্রিমেন্ট ওকে করে দিতে হবে। তারপর আমরা Live অপশনে ক্লিক করে সহজে বিপিএল সকল খেলার লাইভ দেখতে পাবো। তবে এর জন্য মোবাইলে নেট কানেকশন থাকতে হবে।

বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি-

BPL খেলার পরিপূর্ণ সময়সূচি নিচের দেওয়া হলো-

বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি
বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি

বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি

বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি
বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *