বৈশ্বিক কর্মী ছাঁটায়ের ক্ষেত্রে মাইক্রোসফট কোম্পানির আরো এক ধাপ এগিয়ে গেল।
বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান Microsoft ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবার প্রতিষ্ঠানটি প্রায় ৯০০০ কর্মীকে ছাঁটাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তারই ফলশ্রুতিতে উক্ত প্রতিষ্ঠানে বিদ্যমান কর্মরত যে সমস্ত কর্মকর্তা-কর্মচারী রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন কোন সময় তাদেরকে ছাঁটাই করে দেয়।
আগেও উক্ত প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই করেছিল তবে এরকম ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই ইতিপূর্বে কখনো করেনি প্রতিষ্ঠানটি।
উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় কর্মীর ছাঁটাই করেছেন। জানুয়ারিতে উক্ত প্রতিষ্ঠানটি প্রায় ১ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল মে মাসে ৬০০০ জনের অধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছিল এবং জুন মাসে প্রায় ৩০০ জন কর্মীদেরকে ছাটাই করেছিল। কর্মী ছাঁটাই করার ক্ষেত্রে যাদের পারফরম্যান্স পিছিয়ে রয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ছাঁটাই করতে থাকে।
মাইক্রোসফটের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসে প্রতিষ্ঠানটিতে ২,২৮,০০০ কর্মী নিয়োজিত ছিলেন। ২০২৩ সালেও মাইক্রোসফট ১০,০০০ কর্মী ছাঁটাই করেছিল। তবে সবচেয়ে বড় ছাঁটাই হয়েছিল ২০১৪ সালে, যখন নোকিয়ার ডিভাইস ও সার্ভিস ইউনিট অধিগ্রহণের পর একসঙ্গে ১৮,০০০ কর্মীকে বাদ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার বিভিন্ন স্তরকে কমিয়ে এনে কম সংখ্যক কর্মী দ্বারা অধিক পরিমাণ উৎপাদনের দিকে ধাবিত হচ্ছে। এক কথায় উৎপাদনশীলতা বাড়ানোর জন্য চেষ্টা করছে। কম ব্যয় করে অধিক পরিমাণ মুনাফা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাইক্রোসফটের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ব্যবস্থাপকদের সংখ্যা কমানোর পরিকল্পনা চলছে। মূল লক্ষ্য হচ্ছে, কর্মীদের সরাসরি শীর্ষ নির্বাহীদের সাথে যুক্ত করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কাজের গতিশীলতা বাড়ানো।
মাইক্রোসফট গেমিং বিভাগের প্রধান Phil Spencer এক মেমোতে বলেন, “গেমিং সেক্টরে দীর্ঘমেয়াদি সফলতা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ বৃদ্ধি সংক্রান্ত কাজে আরও বেশি মনোযোগ দিতে আমরা কিছু কার্যক্রম বন্ধ করব বা সীমিত করব এবং ব্যবস্থাপনায় স্তর কমিয়ে দ্রুত কাজের পরিবেশ তৈরি করব।”
প্রতিষ্ঠানের আর্থিক সাফল্য এখনও নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।
মার্চ মাসের শেষের দিকে মাইক্রোসফট প্রতিষ্ঠানটি প্রায় ৭০ বিলিয়ন ডলার আয়* করেছে এবং নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২৬ বিলিয়ন ডলার। বাজার বিশ্লেষকরা যত পরিমাণ আয় করার প্রত্যাশা করেছিল মাইক্রোসফট তার চেয়ে অনেক ভালো ফলাফল করেছে। প্রতিষ্ঠানটি এখনো আয়ের সূচকের অন্যতম লাভজনক কোম্পানি হিসেবে অবস্থান করছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা করছেন, জুন মাস শেষে বছরে বছরে আয় ১৪ শতাংশ বৃদ্ধি পাবে, যার প্রধান চালিকা শক্তি হবে *আজুর ক্লাউড সার্ভিস* এবং কর্পোরেট প্রোডাক্টিভিটি সফটওয়্যারের চাহিদা বৃদ্ধি পাওয়া।
মাইক্রোসফট কোম্পানিটি শেয়ার বাজারে শক্তিশালী অবস্থানে রয়েছে।
২০২৫ সালের জুনের ২৬ তারিখে মাইক্রোসফটের শেয়ার মূল্য সর্বোচ্চ ৪৯৭.৪৫ ডলারে পৌঁছায়। তবে সাম্প্রতিক ছাঁটাই ঘোষণার দিন, বুধবার, শেয়ার মূল্য সামান্য *০.২% কমে বন্ধ হয়। এদিন S\&P ৫00 সূচক ০.৫% বৃদ্ধি পায়।
কর্মীর ছাঁটাইয়ের ঢেউ বেড়ে গেলো
শুধু মাইক্রোসফট নয়, ২০২৫ সালে Autodesk, Chegg, এবং CrowdStrike-এর মতো অন্যান্য সফটওয়্যার প্রতিষ্ঠানগুলিও কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই দিনে, বেতন প্রক্রিয়াকরণ সংস্থা ADP জানিয়েছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে ৩৩,০০০ চাকরি কমে গেছে। যেখানে অর্থনীতিবিদরা ১ লাখ চাকরি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।