চাকরির সংকটের কারণে এখন বহু মানুষ ব্যবসায়ের দিকে ঝোঁকছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে স্বল্প বেতনের চাকরির আয়ে জীবন-যাপনে মানুষ হিমশীম খাচ্ছে। তাই মানুষ চাকরি বদলে ব্যবসায় শুরু করতে খুবই আগ্রহী। কিন্তু বর্তমানে যেকোনো ব্যবসায় শুরু করতে গেলে দারুন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তবে এমন ব্যবসায়ের ক্ষেত্র যদি আমারা বাঁছাই করি যেখানে প্রতিযোগিতা কম, লাভের সম্ভাবনা অনেক বেশি সে ধরনের ব্যবসায়ের ক্ষেত্র নির্বাচন করলে সাফল্য সু-নিশ্চিত।
তাই আমাদের এমন ব্যবসা বাঁছাই করতে হবে ব্যবসায় অন্যদের তুলনায় ভিন্ন এবং লাভের সম্ভাবনা অনেক বেশি। আজকে এই প্রতিবেদনে আমি আপনাদের সম্মুখে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনি মাত্র ৩০থেকে৫০ হাজার টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা উপার্জন করতে সক্ষম হবেন।
আপনি ৩০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে একটি থ্রিডি মেশিন ক্রয় করে নতুন ব্যবসায়ে নামতে পারেন। আপনি কোন একটি ছোট্ট দোকান ভাড়া নিয়ে এ ব্যবসা শুরু করতে পারেন। দোকানটি জনবহুল রাস্তার পাশে হলে সবচেয়ে ভালো জনবহুল রাস্তার পাশে যদি আপনি দোকানটি করতে না পারেন, আপনি যদি কোন একটি লোকেশনের কোন গুলির ভিতরে অথবা আপনার বাড়ির সামনে দোকান করার যদি কোনো প্লেস থাকে সেখানোও দোকানটি করতে পারেন।
সেক্ষেত্রে আপনাকে আপনার দোকানের পণ্য সংক্রান্ত বিবরণ দিয়ে রিফলেট তৈরি করে আশেপাশে ছড়িয়ে দিতে হবে অথবা কোনো মসজিদের জোমার দিনে নিজে বা কারো মাধ্যমে রিফলেট বিতরনের ব্যবস্থা করতে পারেন, যেটা আমরা বিজ্ঞাপন হিসেবে গণ্য করে তার একটি ব্যবসায়িক খরচ বিবেচনা করতে পারি।
এখনও আমাদের দেশে থ্রিডি প্রিন্টিং ব্যবসায় তেমন একটা প্রচলিত হয়নি তাই আপনি প্রথম আপনাদের এলাকায় এ ব্যবসায়টি করলে লাভের সম্ভাবনা অনেক বেশি থাকবে সেইসাথে দ্রুত আপনার প্রতিষ্ঠানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়বে।
আপনি আপনি থ্রিডি প্রিন্টিং মেশিন এর সাহায্যে গ্রাহকদের নানান রকমের উপাহার , নানান ধরনের জিনিসপত্র যেমন ছবি থেকে যেকোনো খেলোয়াড়ের আকৃতি, খেলনা, পুতুল, মুর্তি বিভিন্ন ডিজাইনের শোপিস আপনি তৈরি করতে পারেন। এতে সহজে আপনি গ্রাহকদের মন জয় করতে পারবেন গ্রাহকরা কি চাইছেন সেটা বুঝে যদি আপনি জিনিসপত্র তৈরি করেন তাহলে সহজে আপনি এই মার্কেট দখল করতে পারবেন।
আপনার যাদি কোন একটি পথিকৃৎ বানানোর জন্য একশ টাকা খরচ হয়, তাহলে আপনি খুব সহজে সেটি ৭০০ থেকে ৮০০ টাকা বিক্রি করতে পারবেন। এ ব্যবসায় শুধুমাত্র পুরুষরা নয়, যেকোনো মহিলারাও করতে পারেন, একজন প্রবীন নাগরিকও এই মেশিন কিনে একটু শিখে নিলে সহজে ব্যবসাটি করতে পারেন।
থ্রিডি প্রিন্টিং এর বিভিন্ন আকৃতি আপনি গুগলের সার্চ করে বিভিন্ন ওপেন সোর্স থেকে আপনি সহজে ডাউনলোড করতে পারবেন এবং সেই আকৃতি গুলো আপনি থ্রিডি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারেন। আপনি নিজ থেকে এই আকৃতিগুলো ডিজাইন করতে চান তাহলে আপনাকে কয়েক ঘন্টা প্র্যাকটিস করে আগে থেকে কম্পিউটার জানা থাকলে আপনি থ্রিডি আকৃতি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা শিখে নিতে পারেন। বর্তমানে youtube এর মধ্যে সকল ধরনের ভিডিও টিউটোরিয়্যাল রয়েছে যেখান থেকে আপনি অত্যন্ত সহজে থ্রিডি আকৃতি তৈরি করার জন্যএকদম ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারেন ।
আমি এখানে কিভাবে থ্রিডি প্রিন্টার ফুল সেটআপ করতে হয় এবং প্রিন্ট করতে হয় সেই বিষয়টার একটি আকর্ষণীয় ভিডিও এ প্রতিবেদনে সম্পৃক্ত করে দিলাম। আপনাদের সময় থাকলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন বিষয় জানার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ।